বিজয় মানে সুখের হাসি, হৃদয়ের স্পন্দন
বিজয় মানে রাত্রি শেষে
মুক্ত আকাশে আলোর নাচন।


বিজয় মানে নয় মাসের তীব্র যন্ত্রনা
যুদ্ধের ভয়াবহতা,
বিজয় মানে অসহায় মানুষের
বুকের অলিতে গলিতে একটু চাওয়া
বিজয় তুমি আসবে কবে? আসবে কবে?


কবে আসবে? কবে আসবে?
তোমার লাল গোলাপের উষ্ণতা নিয়ে
বিজয় তুমি এলে বাংলার মানুষের
সুখের কাব্য হয়ে
অপেক্ষা শেষে ভোরের আলো হয়ে


ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিমেয় এল
একটি লাল সবুজের পতাকা
বিজয় হল নীলিমা আকাশ বর্ষায় ঝরা বৃিষ্টি
বিজয় মানে শরৎ এর কাশ বন, শ্রাবনের মেঘ
বিজয় হল বাংলাদেশের ফুটন্ত গোলাপ।


           ---সমাপ্ত---