আশেপাশের মানুষ গুলোই
কারণ ছিল বদলে যাওয়া এই আমি।
আজকের আমি ছিলাম শুধু
শান্ত স্বভাবের মাটি।


স্বার্থের টানে আপন মানুষ কত সময় হয়েছে ...
সুখের সময় পাশে থাকা মানুষ গুলো
বাইরে তারা অতি ভদ্র নিজেকে দেখায় সাধু।


মধুর কথার মানুষ আশেপাশে
মুখোশের আড়ালে কি ভয়ংকর নিঠুর-
বদলে যাওয়া এই আমি কত যে আবেগ শুন‍্য।


মনের ভেতর কালি তাদের
কাঁদা মাটির মন যে আমার
শক্ত পাথর হলো-
সুযোগ পেলেই আগুন লাগায়
যতই হোক সে আপন।