প্রিয়তম
কেমন আছো, কত কাল পেরিয়েছে
বলতো। কতবার বলতে গিয়েও বলতে
পারিনি ভালবাসি। মনের অন্তরালে বার বার
চলেছে বিদ্রোহ। তুমিতো
ভালবেসেছিলে আমাকে অপার মহিমায়।
বলেছিলাম তোমার নাক বোঁচা,
তুমি প্লাস্টিক সার্জারী করে তোমার নাক ঠিক করলে।
ভালবাসার গভীরতা এখনো মনে
তেমন করে জাগেনি।
তোমার ইচ্ছে ছিল বিয়ে করে পাড়ি জমাবে জার্মানিতে।
সেখানে তুমি ছিলে।
বেলিফুল, বকুলফুল, গোলাপ দিয়েছিলে কত ঝুড়িভরে।
হয়নি জানা ভালবাসার
স্বপ্নমানুষ হতে চেয়েছিলে। হয়ত ফোটাতে পারিনি
কারও একটিও আবেগের ফুল।
এমনকি সেই প্রেমের শিকড়ে ঢেলেছিলে অজস্র জলধারা।
জীবনের শেষ প্রান্তে এসে জানতে পারলাম
তোমার মনের কুঠুরীতে ছিলাম যে একা।
ইতি
তোমার হারিয়ে যাওয়া ভালবাসা