জীবনের দ্বার প্রান্তে এসে মনে হয়
জীবনের চাওয়াগুলো কি
এভাবে শেষ হয়ে যাবে?
সমুদ্রের মাঝে হাত ধরে হেটে যাওয়া,
শরৎ এর কাশবনে একসাথে মাখামাখি হওয়া,
ঝুম বৃষ্টিতে হাত ধরে ভিজতে যাওয়া।
জোছনার আলোতে ভালবাসার
অলিক বন্ধন অবলোকন করা,
নদীর বুকে নৌকায় বসে বাদাম খাওয়া,
রাস্তার পাশে দাঁড়িয়ে দই ফুচকার স্বাদ গ্রহন করা।
পূর্ণিমার রাতে পাশাপাশি থেকে তারা গোনা।
জীবনের দ্বার প্রান্তে এসে মনে হচ্ছে
কষ্ট পাওয়ার  নষ্ট সময় আমার এখন।