নীলিমার এত শোভা, এত রুপ এত ছায়া
আকাশ ঘিরে খেলা করে সাদা পায়রারা
বর্ষার সন্ধ্যাবেলা নীলের মাখামাখি
শরতের শান্ত শীতল পুলকিত মধুর কামিনি
দু চোখে দেখে যাই আলোকিত শুভ্র ছায়া


পথ যে চলে গেছে এক রহস্য নিবিড়তায়
সন্ধ্যার গহনে অন্ধকার লুপ্ত হয়ে এক আলোকতায়
দুপাশে নিয়ন আলোর ঝলকানি
মনে হয় জোনাকীর দেহ হতে খুজেছি তোমার দেহখানি
ঐ দূরে দেখা যায় সবুজে ঘেরা গাছেরা
পায়রারা উড়ে বেড়ায় অবিরল নীল
নীলান্তে