অভিমান নিয়ে ভেজা চোখে কাতর আহ্বান
সবার কাছ থেকে আমি যে প্রত‍্যাক্ষান
কঠিন হয়েছি শিলার মতো অন্তরে জলের ধারা।


গভীর অভিমান নিয়ে জন সমুদ্রে আমি একা
কষ্ট নিয়ে মিষ্টি হেসে থাকি সবার সাথে
সারাজীবন ভালোবাসার আড়ালে অভিমানী হয়ে
কেটে গেছে শান্ত স্নিগ্ধ দিন গুলো
অভিমানের তপ্ত  শ্বাস জীবনে দেয় যে ধুলো।


অভিমানের জোয়ার ভাটার আড়ালে
স্বর্গসুধা পানের  আশায় জীবনের বেড়াজালে
আকড়ে ধরে চোখের জলে হতাশা আর অভিমান
সেকি আমার অক্ষমতা নাকি অহংকার?
এতো ক্ষুদ্র পরিসরে এই তো জীবন
তবে হাহাকারে ভরে কেন প্রাণ।