এখনো আকাশ কেন, এত উদাসীন শকুনেরা আকাশ ছেড়ছে পঁচিশ দিন আজ,
রাতের আকাশ তবু কেন তারকা বিহীন । বাগানগুলো থেকে ধূয়ে গেছে রক্তের ফোয়ারা, নির্জনতায় অজস্র কলি আঁখি মেলেছে
তবুও বাগানগুলো আজো পুস্পবিহীন ।
রাজপথের হাজারো মুখ বিষন্ন, মলিন,
মিছিলে মিছিলে মিলছে না ওরা,
গাড়ির পর গাড়ি ছোটে, শব্দবিহীন । অবশেষে এলো সেই শুভক্ষণ,
অকস্মাত বাতাসে তুমুল আলোড়ন,
খপোতের উত্তাল শব্দে ফুল ফুটছে,
গাড়ি ছুটছে,
পাখি উড়ছে,
খপোত থেকে পিতা নামছে,
মিছিলের মুখগুলো অনাবিল হাসছে,
জানুয়ারি ১০, ১৯৭২, দুশ আশিদিন পর পিতা এসেছে
চৌদ্দ কোটি চোখে অন্তবিহীন সব্প্ন জেগেছে ।