ভোরের পাখি উঠলো ডাকি
    ঘুমে অচেতন রইবি নাকি!
                জাগরে সবাই জাগরে তোরা
                নুতন পথে চলবো মোরা।
    জড়তার ওই অন্ধকূপে-
    থাকিস নারে বন্দী চুপে,
                ছিন্ন করে বাঁধন ওরে
                নামরে তোরা পথের পরে।
    আয়রে তোরা দেখরে চেয়ে
    আলোর বন্যা আসছে ধেয়ে-
                অন্ধকারের বুক টি চিরে
                আলোর স্রোত নৃত্য করে।
    আমরা সবাই আলোর সাথী-
    অন্ধকারে জ্বালাব বাতী,
                আলোর নেশায় পাগল মোরা
                আলোর কাছেই দেব ধরা।
    অন্ধজনে শুনাবো আলোর গান,
    মোরা যে সব আলোরই সন্তান।।