মোড়ের মাথায় চায়ের দোকান
                  জটলা সারাদিন -
    দোকান চালায় মেধোর দাদা
                  বয়েসে প্রাচীন।


    পাড়ার যত বেকার ছেলে
                  আড্ডা মারে এসে,
    রাজা উজির মারে তারা
                  কাঠের বেঞ্চে বসে।


    কারুর কোন বিপদ হলে
                  ঝাপিয়ে তারা পড়ে,
    বদমাশ কে সামনে পেলে
                  বেদম পেটায় ধরে।


    ঘরে গেলে ভাতের থালা
                  সামনে ধরে মা,
    চোখের জল চেপে রেখে
                  বাছারে বলে খা।


    বেকার ছেলের অনেক জ্বালা
                  সইতে হয় মা কে,
    নিরব আশা মনে রেখে
                  চুপটি করে থাকে।


    ভাবে ছেলে এবার বুঝি -
                  বুঝবে মায়ের ব্যাথা,
    এমন কিছু করবে এবার
                  উচু  হবে  মাথা।


    ছেলেকে কিছু বলার আগে
                  ভাবতে অনেক হয়,
    অভিমানে ছেলে যদি
                  জীবন বলি দেয়!!


    কখনও যদি বাছার আমার
                  বিবেকের দোর খোলে,
    নিজের পায়ে দাঁড়ায় যদি
                  শান্তি  পাব  মলে।।