সোনামনি অনেক ভেবে
                বলল শেষে মাকে,
    রূপকথার গল্প গুলো
                বলতে হবে তাকে।
    মায়ের কাছে শোনার পরে
                ভাবলো এবার সে,
    রাজকন্যা উদ্ধার তাকে
                করতে হবে যে।
    রাজকুমারের মতন সোনা
                যাবে পক্ষীরাজে,
    লোক লস্কর লাগবে নাকো
                তলোয়ার আছে কাছে।
    
    বন্দিনী এক রাজার বাংলা
                ঘুমিয়ে যেথায় থাকে,
    ঘোড়ায় চড়ে ছুটবে সোনা
                মুক্তি দিতে তাঁকে।
    পথ হারিয়ে অবশেষে
                পথ খুঁজে না পেলে,
    ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমী তায়
                সে পথ দেবে বলে।
    তাই না শুনে মোদের কুমার
                ছুটবে ঘোড়া নিয়ে,
    নদী, পাহাড় পেরিয়ে শেষে
                থামবে সেথায় গিয়ে।
    সোনা বলে পাই যদি মা
                এক্ষুনি পক্ষীরাজ,
    অমনি দূরে কোথাও যেন
                পড়ল জোরে বাজ।


    চমকে ভয়ে রাজবালাকে
                গেল যে সে ভুলে,
    তাড়াতাড়ি পালিয়ে গেল
                মায়ের কোমল কোলে।।