সেদিন শীতের বিকেল বেলা।  
    লুম্বিনীর মাঠে বসেছে মেলা।
                কত আনন্দ কত মাতামাতি-
                উঠলো জ্বলে কতশত বাতি,
    হঠাৎ কান ফাটানো আর্তনাদ
    ছুটে গেল সকলের সাথে!
                ভোলা কি সহজ ওই আর্তনাদ
                লহু ঝরা নোনতা স্বাদ
    উঠেছিল যাঁরা চিতার কাঠে
    ঐ অভিশপ্ত লুম্বিনীর মাঠে!
                চারিধারে আনন্দের কল গুঞ্জন
                দেখছিলো তাঁরা আলোর বিচ্ছুরণ-
    হঠাৎ বিশাল ধামাকা হোলো,
    আলোয় মাঠ ভরে গেলো
                নিমেষে নামলো ঘন অন্ধকার
                তার মাঝে উঠলো জেগে হাহাকার!
    মানুষে মানুষে কেনো এতো শত্রুতা
    নেই কেনো বন্ধুত্বের বার্তা?
                আহ্ গোকুল চাট সেন্টার
                জিভে জল আসে বার বার,
    এসেছিল কত বন্ধু বান্ধবীরা
    মা-বাবার হাত ধরে নান্নু মুন্নীরা
                হাসতে খেলতে তারা খাচ্ছিলো
                আগামী খুশীর দিন ভাবছিলো-
    এমন সময় এ কি হোলো!
    সকলে কেনো বিখরে গেলো?
                কার ও ধড় ,কার মাথা ,কার ও হাত
                ছুটে গেল আপনজনের সাথ-
    ধীরে ধীরে সবই হয়ে যায়,
    স্মৃতি তবু মনে রয়ে যায়!!!


  সেকেন্দ্রাবাদে ঘটিত সত্যি ঘটনা অবলম্বনে রচিত।