হোলিকা দহন
         *"*"*"*"*"*"*"*"*


    আজকে হবে হোলিকা দহন
                কাল আমাদের হোলি,
    অশুভ কে করবো বিনাশ
                খুলবো রঙের ঝুলি।


    যুগ যুগ ধরে আসছে চলে
                হোলিকা দহন রীতি,
    দহন শেষে লাগিয়ে রঙ
                জানাই সবাই প্রীতি।


    বসন্তে শুধুই রঙের মেলা
                গুলাল ওড়ে আকাশে,
    মিষ্টি মধুর ফুলের সুবাস
                মিশে থাকে বাতাসে।


    হোলির দিনে রঙের খেলা
                চলে সবার আঙ্গনে,
    আর ও চলে রঙের খেলা
                মথুরা ও বৃন্দাবনে।


    রাধা পিছে কানু যে ধায়
                হাতে   পিচকিরি,
    ঝরে রঙ  ধরার  বুকে
                হয়ে  শান্তির বারি!!!
  
       @@@@@@@@
                    শম্পা দত্ত