মাইয়া সন্তান
        ***************


    মাঠে থেইক্কা ফিরা ঘরে
                বাপ কইলো মায়েরে
    রাধছো কি, খাইতে দাও
                প্যাট যে জ্বালা করে।


    মায়ে কইলো,রান্ধি কেমনে
                ঘরে যে কিছুই নাই,
    তোমার পোলা গেছে বাজারে
                এহন ও সে ফেরে নাই।


    অদূরে বইয়া, ছোট্ট মাইয়া
                শুনতেছিলো  কথা,
    ক্ষুধায় কাতর, বাপের দুঃখে
                মনে পাইলো ব্যাথা।


    দৌড়ে গেল খেলার ঘরে
                ফিরলো, নাড়ু হাতে,
    বাপেরে তার, খাইতে দিলো
                এক ঘটি জল সাথে।


    মায়ে কইলো,পাইলি কোথা
                কেডা  দিলো  তরে!
    ফুলির পিসি,কাল দেছিলো
                আমায় আদর করে।


    বাপের চোখে জলের ধারা
                নামলো  অঝোরে,
    মাতৃ স্নেহে, মেয়েটি যেন
                ভরিয়ে দিল তারে।


    মেয়ে সন্তান,ফ্যালনা নয়
                বুঝলো বাপের মন,
    মাইয়ার জীবন করব উন্নত
                বাপে  নিলো  পণ!!!


     *************
               শম্পা দত্ত