একমুঠো ভাবনা


   ( গর্ভ)
            মুক্তা থাকে ঝিনুক গর্ভে
            মায়ের গর্ভে শিশু,
            বীজের গর্ভে অঙ্কুর থাকে
            আখি গর্ভে আশু।


   (ছেলেবেলা)
                হারিয়ে যাওয়া ছেলেবেলা
                যায়না ফিরে পাওয়া,
                ডুবুরি হয়ে মনের ভিতরে
                তাকে খুঁজে নেওয়া।


   (বসন্ত)
              বসন্ত এসেছে দুয়ারে
              দেয় হাতছানি,
              বলে, দেখ্ চেয়ে পলাশের
              ঐ শোভাখানি।


   (স্মৃতি)
              অনেক মধুর স্মৃতির মাঝে
              বেড়ায় ঘুরে মন,
              যতন করে কুড়িয়ে নিও
              অমূল্য রতন।


   (স্মরণ)
              ফুরিয়ে গেলে সময় আমার
              কোরো না স্মরণ অশ্রুজলে,
              ভালোবাসা দিয়ে মনে রেখো
              ক্ষমা কোরো, সব ভুলে।


                        শম্পা দত্ত
🩷🩵🩶🩷🩵🩶🩷🩵🩶🩷🩵🩶🩷