এমন ও হয়
           💤💤💤💤💤💤


    পাহাড় চূড়ায় দেখেছিলাম
    সৌম্য সে মূরতি,
    নিজ মহিমায় ছিল সমাহিত
    শান্তির প্রতিকৃতি।


    বাক্ রোহিত,মুগ্ধ আমি
    শুধু চেয়ে থাকি,
    পারিনি যেতে, সমীপে তার
    হৃদয়ে ছবি আঁকি।


    সূর্যাস্তের কোমল কিরণ
    পড়েছে তার মুখে,
    মন টা আমার ভরে গেল
    সব পাওয়ার সুখে।


    অনেক স্রোত বইলো আমার
    জীবন রূপি নদে,
    উথাল, পাথাল হয়েছে অনেক
    পড়িনি তবু খাদে।


    জীবন মধ্যাহ্নে,সাগর বেলায়
    বসে একাকীনি,
    সযতনে করি, স্মৃতি রোমন্থন
    সেই মুখ খানি।


    হঠাৎ দেখি বালুকা বেলায়
    পড়লো এক ছায়া,
    মুখটি তুলে ই, অবাক হলাম
    এ কি কোনো মায়া!


    সেদিনের সেই সৌম্য মানব
    সামনে আমার দাড়িয়ে,
    মিষ্টি হেসে ডাকছে আমায়
    হাত দুটি বাড়িয়ে।


    কাছে গেলে,বললো আমায়
    সেদিন কেন পালালে--
    জীবন ভোর খূজেছি তোমাকে
    আজ ধরা দিলে!!


    💕🌻💕🌻💕🌻💕🌻
                শম্পা দত্ত