ভবের ঘরে


        ভবের ঘরে বেচা কেনা
        নিত্যনতুন আনাগোনা,
        মুখ গুলি সব চেনা জানা
        তবুও যেন সব অচেনা।


        আজকে ধার কাল নগদ
        এই নীতিতেই চলছে জগত,
        ভুল ঠিকের নেই কো বোধ
        মনকে সবাই দিচ্ছে প্রবোধ।


        জীবন সবার একটি, তায়
        তাল মিলিয়ে চলতে চায়,
        চলার পথে বাধা যদি পায়
        পথের দিশা সে বদলে নেয়।


        প্রতিবাদী মন, করে আনচান
        নেই উপায়, আছে পিছুটান,
        চলছে চলুক, জীবনের গান
        ঘটে না যেন, কোন অঘটন।


        কদিনের জীবনের সুখ শান্তি
        থাকনা গড়মিল, ভুল ভ্রান্তি,
        শরীর মনের সকল ক্লান্তি
        দূর করে দাও, সব বিভ্রান্তি।


        নির্ধারিত জীবনের গতিপথ
        ইচ্ছা অনিচ্ছা দেবেনা সাথ,
        যেতে যে হবে, ধরে কক্ষপথ
        আসবে যখন পুষ্পক রথ!!!



                        শম্পা দত্ত