কলির কেষ্ট


      কৃষ্ণের লীলায় অনুপ্রাণিত হয়ে
                        করেছে সবাই লীলা ,
      দ্বাপর না হোক,কলির কেষ্ট
                        এদের তো যায় বলা ।


      কৃষ্ণের লীলা বড়ই মনমোহক
                        ভক্ত কত জোটে -
      কলির কেষ্ট করলে লীলা
                        লোকে ধরে পেটে ।


      কৃষ্ণের যদি হয় অনেক সখী
                        এদের কেন নয় !
      এরা যে ভাই কলির কেষ্ট
                        তার ভুললে কি হয় !


      কলির কেষ্টদের দাপট অনেক
                        সমঝে চলা চাই ,
      হয় যদি তারা,এম. এল.এ পুত্র
                        অথবা মন্ত্রীর ভাই ।


      কেষ্ট অবলীলা দেখার পরেও
                        যদি না করো উপেক্ষা ,
      শাসনতন্ত্র তাদের করতলগত
                        বাঁশী বাজার অপেক্ষা ।


      দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ কে তাই
                        এই মিনতি জানাই ,
      কলির কেষ্ট দের ফিরাও মতি
                        আমরা অভয় পাই !!!