বোঝার অনেক রকমফের,
                সহজ নয় তা বোঝা;
    বোঝার ভারে ন্যুব্জ মানুষ,
                দাঁড়ায় নাকো সোজা!


    মনের ভিতর অনেক বোঝা,
                অনেক তার ওজন,
    মনের বোঝা হালকা আর,
                করতে পারে ক'জন!


    পাপের বোঝাও আছে অনেক,
                নিজের অজান্তেই,
    স্বীকার যদি করি মনে,
                স্খালন  তো হবেই!


    সুখের বোঝা আরামদায়ক,
                চাই না তাই নামাতে,
    অনায়াসে বইতে পারি,
                ক্লান্তি নেই তাতে!


    দুঃখের বোঝার ভার বইতে,
                ইচ্ছা হয় না কারো,
    তবু্ও তাকে বইতে যে হয়,
                বিধির বিধান ধরো!