আমচোর
           ***********


    হেই হেই হেই,হোথায় কেরে-
    দিসনে সাড়া,ব্যাপার কিরে!


    দাঁড়া আমি যাচ্ছি হোথা,
    দেখব তুই পালাস কোথা।


    ভাবছো আমায় দেবে ফাঁকি-
    হুঁ,আমি অমন বোকা নাকি।


    এই যে এবার ধরেছি তোরে,
    বলতো এবার, নাম টি কিরে?


    থাকলে বুঝি চুপটি করে,
    ভাবছো তোমায় দেব ছেড়ে!


    সেই বান্দা নই কো আমি,
    মারব থাপড় কান টি টানি।


    উঠে পরের আম গাছে-
    আম চুরি করতে আছে?


    কয়টা আম তোর কোচোড়ে,
    চুপটি করে বলতো মোরে।


    কাউকে আমি বলবো নারে,
    সব যদি তুই,দিস আমারে।


    না যদি দিস আম গুলি
    আছাড় তোরে দেব তুলি।


    ঘাড়টি তোর জোরসে ধরে,
    নেব সটান বাবুর ঘরে।
  
    দেবে যখন তোরে কানমলা,
    কাঁদবি তখন ফাটিয়ে গলা।


    তখন নাকটি মুলে বলবি তুই,
    আর চুরিতে যাব না ভাই।


    আবার আমি বলছি তোরে,
    চাস ভালো তো,দে আমারে!!!


   ₹₹₹₹₹₹₹₹₹₹₹
                  শম্পা দত্ত
বিঃদ্রঃ---- প্রয়াত কবি কাজী নজরুলের
             লিচুচোর দ্বারা অনুপ্রাণিত
             হয়ে, ছেলেবেলার লেখা
             এই কবিতা টি কবির আসরে
             আজ প্রকাশ করলাম, কবি
             বন্ধুদের কাছে অনুরোধ এটি
              সে ভাবেই পড়বেন।
               অনেক ধন্যবাদ বন্ধুগন।