অঝোর ধারায় ঝরছে বারি
                    ভিজছে তার শরীর,
    গবাক্ষ পথে পড়লো নজর
                    ঝরলো অশ্রু নীর।


    ত্বরিত পায়ে গেলাম সেথায়ে
                    দিলাম তারে ঢেকে,
    জড়িয়ে আঁচল নিলাম তুলে
                    অনন্ত এক সুখে।


    অবাক হয়ে ভাবছি শুধুই
                    নাড়ী ছেঁড়া ধন,
    কেমন ভাবে করে মায়েরা
                    পথে বিসর্জন।


    স্নেহের আঁচল, না দাও যদি
                    জন্ম কেনো দিলে !
    মাতৃত্বের অধিকার হারিয়ে
                    কলঙ্ক কিনে নিলে ?


    পরম স্নেহে বুকে চেপে
                    নিয়ে এলাম তাকে,
    নুতন স্বাদে ভরিয়ে দিলাম
                    আমার মাতৃত্বকে!!!