সবার উপরে মা


    উজান বেয়ে, সুজানপুরে
    যাবার কথা ছিলো,
    ইছামতি নদীর তীরে
    সেই সন্ধ্যা এলো।


    বুক ভরা আশা নিয়ে
    অধীর অপেক্ষা,
    কখন এসে বলবে তুমি
    চলো যাই সখা।


    দুই জনেতে,বাধবো সেথা
    মনের মতো বাসা,
    বিশ্বাস আর স্বপ্নের সাথে
    থাকবে ভালোবাসা।


    আধার ঘন হবার আগে
    দেখা দিলে তুমি,
    তোমার সাথে, মা কে দেখে
    অবাক হলাম আমি।


    বললে তুমি, আমি ছাড়া
    মা যে বড়ো একা,
    কি উপায় করবো মায়ের
    তুমি বলো সখা?


    মায়ের স্থান সবার উপরে
    আমি তারে বলি,
    চলো এবার মা কে নিয়ে
    সুজানপুরে চলি।।।


                            শম্পা দত্ত