আমার মিতা
          *************


      বার্দ্ধক্যের বারানসি ধামে,
      পেলেম চিঠি একটি খামে।


      খামের উপর নাম টি আমার,
      চমকে গেলাম, লেখাটি কার!


      এমন সুন্দর হাতের লেখা,
      যুগের পরে পেলেম দেখা।


      তার লেখাটি ও ছিল এমন,
      জানিনে সে আজ আছে কেমন।


      হয়তো আমায় রাখেনি মনে,
      ভুলেছে সংসারের অবগাহনে।


      হৃদমাঝারে ই রেখে তারে
      কাটিয়ে দিলেম জীবনটারে।


      সাহস করে খামটি খুলে,
      চোখের সামনে নিলেম মেলে।


      রগড়ে নিলেম চোখের পাতা,
      থমকে গেলেম, পড়ে বারতা।


      আমার মিতা ডাকছে আমায়,
     রয়েছে আজ ও আমার অপেক্ষায়!


₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
                    শম্পা দত্ত