মোর আপন গৃহখানি


        বহুদিন পরে ফিরিনু আবার
        দেখা যায় মোর ঐ গৃহ দ্বার,


        আগল বিহীন ধূলি ধূসরিত
        কঙ্কালসার জীর্ণ সে কত --


        দিবসের শুরুতে গোময় ছড়া,
        বন্ধ যে সাঁঝের প্রদীপ পড়া।


        তবু সে যে মোর আপন গৃহখানি,
        জগতের সেরা তীর্থ তারে মানি।


        ঐ ধূলির পরে লুটায় মম শির,
        ভেজায় আঁখি বিন্দু কয়েক নীর।


        করিও ক্ষমা,গৃহ দেবতা মোরে,
        লহো ক্রোড়ে টানি, এসেছি ফিরে!!!