আমার অহঙ্কার


    বুকটা যেন গুড়িয়ে গেলো
               খবর টা যখন পেলাম,
    সেতারের তারে, বাজলো না সুর
                যখন  বাজাতে  গেলাম।


    নীল আকাশে,মেঘের ছায়া
                দিয়েছিল যেন  আভাস,
    তবুও কিছু বুঝিনি আমি
                হয়েছিল  শুধু ই উদাস।


    যোগাযোগ তো রাখনি আর
                ছিলে ও অনেক  দূরে,
    তবুও যেন ছিল যোগাযোগ
                হয়তো  সুরে  সুরে।


    এই জীবনে মিলন মোদের
                পেলো না  পূর্ণতা,
    অভিমানে তাই চলে গেলে
                রেখে গেলে  নিরবতা।


    তোমার নিরবতা, আমার সুরে
                মিলে মিশে  একাকার,
    তোমার অভিমান, সুর হয়ে বাজে
                সেটা ই যে আমার অহঙ্কার।


                        শম্পা দত্ত🩷🩷