আমরা নারী, আমরা পারি
                  ভাবতে সবাই চাই,
    সত্যি কারের সম্মান কি
                  আমরা সবাই পাই !


    নারী পুরুষ ভেদ নেই আর
                  সমাজ মুখে বলে,
    তবু ও আজও নারীকেই
                  সমাজ পিষে চলে।


    অপমানিত নারী যখন
                  সাহস করে দাঁড়ায়,
    সমাজ কি ভুলায়ে ব্যাথা
                  দুটি হাত বাড়ায়ে।


    নারীকেই অধিকার আজ ও
                  ছিনিয়ে নিতে হয়,
    সবার সাথে তাল মিলিয়ে
                  চলতে যদি চায়।


    মায়ের পূজা করে সবাই
                  যায় মন্দির প্রাঙ্গণে,
    চিন্ময়ী নারীর মূল্য নেই
                  টেনে আনে অসম্মানে।


    আজ ও এমন মানুষ আছে
                  নারী পুরুষ যে বিচারে -
    ভুলে যায়, তাদের ও জন্ম
                  নারীর পূণ্য জঠরে!!!