প্যাচা কয় প্যাচানি
            """""""""""""""""'''''''''''''''


        প্যাচা কয় প্যাচানি,
        থামা তোর চ্যাচানি।


        চোখ কান খোলা রাখ,
        আঁধারের খেলা দ্যাখ।


        গোল টেবিল হাতে গ্লাস,
        অতিথি হলো, বিদেশি খাস।


        চলছে আলাপ কেমন করে,
        লুটবে নিজের দেশ মাতারে।


        কবে কোথায় ফাটাবে বোম্,
        লুটাবে প্রাণ,সব আপনজন।


        কেমন করে করবে পাচার,
        দেশের অমূল্য ধন ভান্ডার।


        বিবেক তাদের করেনা তাড়া,
        বিদেশী মূদ্রায় বিভোর তারা।


        নিজের মাকেই নিলামে তুলে,
        সুইস ব্যাংকে খাতা যে খোলে।


        বিচার তাদের করবে কারা!
        তঞ্চকতায় দেশ যে ভরা।


       প্রবঞ্চকারীর শাস্তি যদি চাও,
       সত্যের পথে লড়াই করে যাও।


       শত্রুর শেষ রেখোনা কখনো,
       মিটতে দিও না সবার স্বপ্ন।


       সহজ সরল শান্তির দেশ,
       সবাই মিলে গড়বো বেশ।


       দূষিত, কলঙ্কিত,চাদর ছিড়ে,
       প্রণমিব সবে,নব সূর্যরে!!!


       @@@@@@@@@@@


           শম্পা দত্ত