মাথা উচু করে তুমি
                বাঁচতে যদি চাও,
    পায়ের নিচের মাটি তবে
                শক্ত করে নাও।


    মনের সকল ইচ্ছার যদি
                পাখনা মেলতে চাও,
    পায়ের নিচের মাটি তবে
                শক্ত করে নাও।


    নরম মাটির আধার হলে
                নিচে ধ্বসে যাবে,
    ডুবে যাওয়া মানুষ হলে
                মূল্য কোথায় পাবে!


    পায়ের নিচের মাটি যদি
                শক্ত করতে চাও,
    খারাপ , ভালো, সঠিক,বেঠিক
                বিচার করে নাও।


    ভাবুকতা, মূল্যবোধ, সদিচ্ছা
                সবই থাকা চাই,
    বিচার বোধ গভীর হলেই
                উপলব্ধি সঠিক পাই।


    পায়ের নিচের মাটি যদি
                শক্ত তোমার হয়,
    ইচ্ছা মত জীবন তুমি
                করবে এবার জয়।।।।