আমরা প্রবাসী, আমরা বাঙ্গালী;
সবাই সবার মিত্র,
বঙ্গ বাহিরে,গড়েছি বঙ্গ,
অপরুপ সে চিত্র।


আপনজনের সঙ্গ ছেড়ে,
রয়েছি মোরা অনেক দূরে;
একলা তবু নইকো মোরা,
পড়েছি বাঁধা আত্মসুরে।


মায়ের আশিস, ভাইয়ের স্নেহ,
সখা'র ভালোবাসা;
বাঙ্গালী'র বুকে রয়েছে আজ ও,
তাই তো করি আশা।


এক ই সূত্রে রয়েছি বাঁধা,
রইবো জীবন ভোর;
সাধ্য কাহার ছিন্ন করে,
প্রবাসী'র প্রীতি ডোর


‌‌‌‌‌‌           @@@@@@@@@@@@