সাঁঝের ঘোর নাবিলো যে রে,
    হয়নি তো সাঁঝ, তবে কেন রে!
    আসিয়া বাদল, ছাইছে গগন,
    ধাইছে পূবে অধীর পবন।


    ভুলিয়া কুজন পাখিরা সবে ওরে -
    কুলায়ে ফিরিবার তাড়না করে।
    গোঠের ধেনুরা ইতি উতি চায়,
    রাখাল বালকেরে দেখিতে না পায়।


    ছাগ্ শিশু ঐ দ্রুত সঞ্চারে -
   স্নেহময়ী মারে খুঁজিয়া ফেরে।  
    দুরন্ত যত শিশুর দল
    রব তোলে ঐ ঘরকে চল।


    পূবের আকাশ কালোয় কালো
    এখুনি বুঝি ধেয়ে এলো -
    ফোঁটায় ফোঁটায় নামবে এবার
    আকাশ বুঝি কাঁদবে আবার।


    ঝর ঝর করি ঝরিবে বাদল,
    আনন্দে মাতিবে ভেকের দল।
    বাদল দিনে মন করে উচাটন,
    উষ্ণ গৃহখানি মোরে করে আবাহন।।