সাগরের জল লোনা
         *****************


      সাগর তুমি বিশালাকার
              অনেক তোমার গভীরতা,
      নদীরা তাই তোমার বুকে
              মিটায়ে তাদের আকুলতা।


      নদীর সকল মিঠাস নিয়েই
              হয়েছো তুমি আজ পূর্ণ,
      তবু ও তুমি বড়ই অহঙ্কারী
              অহম হয়না তোমার চূর্ণ।


      কিসের এত অহংকার তোমার
              জল  তো  তোমার  লোনা,
      পিপাসার্তের লাগেনা কাজে
             পিপাসা তাদের মেটেনা।


      সাগর, শুনেছি নাওনা কিছুই
              দাও নাকি সবই ফিরিয়ে,
      তবে কেনো সুনামি হয়ে
              সব কিছু নাও ভাসিয়ে!


      তোমার মাঝারেই থাক তুমি
               কোরোনা আর বরবাদ,
      তোমার লবনাক্ত গ্রাস হতে
               করো  মোদের  আজাদ!!!


"""""""""""""""""
                    শম্পা দত্ত