জনারণ্য প্লাটফর্ম
    বহু প্রতীক্ষিত মানুষের ভীড়,
    আসছে , আসছে--
    দূরে দেখা যায় বহু আকাঙ্খিত;
    ধীর তার পদক্ষেপ-
    ট্রেন!


    কোলাহল ঠেলাঠেলি
    এরই মাঝে আর্ত চিৎকার
    গেল সব গেল-
    ব্যস্ত ঘর মুখো মানুষেরা
    অবসর নেই অনুসন্ধানের,
    আসে কিছু সহৃদয় বেকার যুবক-
    প্রশ্ন সমস্বরে-কি হোলো?
    কি গেলো? সব?


    জীবনের শেষ সম্বল
    হতাশায় উচ্চারিত হয়
    নুব্জ শীর্ণকায় বৃদ্ধের কন্ঠে,
    ঝরে পড়ে অশ্রুবিন্দু
    কোটরস্থ আঁখি হতে।


    মেয়ের বিয়ে পরশু-
    পোড় খাওয়া দুখী সংসারের
    সযতনে সঞ্চয়।
    বিনিময়ে ফুটে উঠত
    সবার মুখে হাসি-
    মুছে যেতে, নেই নেই রব,
    শুধু দুদিনের আনন্দ - হোলোনা -


    জীবন যুদ্ধে পিস্ট হওয়া মানুষেরা
    হারিয়ে ফেলল তাদের
    আনন্দের অধিকার; দুদিনের
    মুক্ত বায়ু সেবনের অবকাশ।


    চিরতরে ডুবে গেল
    মেয়েটির জীবনের -
    আশা,আনন্দ,স্বপ্ন
    খোয়া গেছে জীবনের শেষ সম্বল
    রিক্ত তার বাপ -
    বিয়ের বাজারে সে আজ
          মূল্যহীনা!!!