আষাঢ় গগনে সূচনা যাহার
                শাওনে হোলো না শেষ,
    ঝিল্লির তানে মেঘমাল্লার
                রেখে গেল তার রেশ।


    সৌদামিনীর চমক হেরিয়া
                হৃদয় ওঠে হিল্লোলি,
    গর্জিয়া ওঠে জলদ গম্ভীর
                বারিধারা ওঠে উছলি।


    ভয়ানক সাজে,সাজে মাঝে মাঝে
                নভমন্ডল খানি,
    তমশা রজনীর তিমির ভেদিয়া
                লুকোচুরি করে অশনী।
    
    স্তব্ধিয়া রয় বন- বনাঞ্চল
                আহ্বান করে শাওনে,।
    বর্ষণ শেষে মেঘেরা লুকায়
                তারকা ঝলকে আসমানে।।