নিশিথ রাতে আধো ঘুমে
                স্বপ্নে তুমি এসেছিলে,
    মনের গহনে গাড় রঙে
                তোমার ছবি এঁকেছিলে।


    মনের মনিকোঠায় আজও
                সযতনে রয়েছ তুমি,
    তোমারে খোঁজে দেশ- দেশান্তর
                ভ্রমণ করি আমি।


    কাউকে যদি বা ভুল করে
                ভাবি তুমি বলে,
    ভুল ভাঙ্গতে হয়না দেরি
                আমি অথৈ জলে।


    দিন,মাস,বছর যায় -
                মন বসেনা ঘরে,
    পাগল হয়ে বেড়াই ঘুরে
                স্বপন সাথে করে।


    ক্লান্ত হতাশ পথিক আমি
                হলাম আজ কবি,
    অধরা তুমি রইলে আজও
                হয়ে শুধুই ছবি!!!