শীতের পরশে সোনার বাংলা
     &&&&&&&&&&&&&&&&&&


    শীতের হাওয়া বইছে দেখো
                রোদের চাঁদর গায়ে,
    মধুর সুবাস ছড়িয়ে হাওয়ায়
                ভাজছে পিঠা মায়ে।


    সকাল বিকাল সন্ধ্যা রাতে
                পিঠা হরেক রকম,
    সোনার বাংলাতেই পাবে শুধু
                এমন আয়োজন।


    খেজুর রসের নুতন গুড়,আর
                নুতন ধানের অন্ন,
    তুলনাহীন মায়ের হাতের
                স্বদিষ্ট পরমান্ন।


    শীতের রোদে মাদুর পেতে
                পা ছড়িয়ে বসা,
    জমজমাটি গল্প গাঁথায়
                আড্ডা চলে খাসা।


    এমন দৃশ্য আর কি কোথাও
                দেখতে পাবে ভাই,
    সবার কাছে আমার মতো
                সোনার বাংলা কি!!!
*********************
               শম্পা দত্ত