গাছের সবুজ পাতা বলে,
                   মনকে সবুজ রাখো;
‌      ফুলেরা বলে, আমার মতো
                   কোমল হয়ে থাকো।
      ধরা বলে, আমার মতো
                      সহিষ্ণু হতে হবে,
      নদী বলে, আমার মতো,
                      শান্ত কবে হবে!
      আকাশ বলে, আমার মতো,
                   মনকে বড়ো করো;
‌      বৃষ্টি বলে, আমার মতো
                     সবার তৃষা হরো!
‌      পাহাড় বলে, আমার মতো,
                        দৃঢ় তুমি হও,
      ঝরনা বলে, আমার মতো,
                    কলকলিয়ে গাও!
‌      বাতাস বলে, আমার মতো,
                    গতি তুমি রাখো,
      সাগর বলে, আমার মতো,
                    গভীরতা রাখো!
      প্রকৃতির কাছে অনেক কিছু,
                 শিখতে আমরা পারি;
      প্রকৃতির নীরব ভাষা যদি
                   হৃদয়ে গ্রহণ করি!!