যদি সেই বেলাটি পেতাম ফিরে
   যখন মায়ের ডাকে ঘুমটি ভেঙ্গে,
          মুখ লুকাতাম মায়ের ক্রোড়ে-
           সকাল সাঁঝ , মায়ের কাজ
           ঘুরি ফিরি মায়ের ধারে
           চোখ রাঙ্গানি ,মুখ ঝাঝানি
           তবু স্নেহ ঝরে অঙ্গ ভরে।


   তবে কেমন হতো বলতো?


   যদি সেই বেলাটি পেতাম ফিরে
   যেথায়,ভর দূপুরে গাছের ডালে
            খুঁজে ফিরতাম পাখীর ছানা
            ফলসা গাছের মাথায় চড়ে
            টাঙ্গিয়ে দিতাম দোলনা।
            সখীরা সব জলে নেমে
            পাড়ি দিতাম পুকুর খানা।


   তবে কেমন হতো বলতো?


   যদি সেই বেলাটি পেতাম ফিরে
   যেথা চিন্তা আমার থাকতো ‌‌‌নারে,
           হাসি , খেলা, পড়াশোনা
            সখীদের কলতান-
            বকুল গাছের তলায় বসে
            নিভৃত প্রেম গুঞ্জন;
            সন্ধ্যা শেষে ঘরে এসে
            নিশ্চিত শয়ন, মধুর স্বপন।


   তবে কেমন হতো বলতো?