একটি শিশু হেটে চলেছে
            জনপূর্ন রাজপথে,
    শুন্য আভরণে , বিক্ষুব্ধ মনে
            দেহ কঙ্কাল সার
            হাতে পাত্র ভিক্ষার-
                সে কি চায় ??


    বেশী কিছু নয়, শুধু বাঁচতে,
    বাঁচার তাগিদে ঘুরে মরছে
            শুধু দ্বার হতে দ্বারে
            মানুষের পদ প্রান্তে।


    এলো নাতো কোন সহৃদয় হাত!
    যে তুলে নেবে আলোর পথে
            এই দুর্গন্ধ জঞ্জাল থেকে।


    তাই সে চলেছে আবার -
        হাতে পাত্র ভিক্ষার
            কিন্তু এ কে ??
    জাতির ব্যর্থতা, ভবিষ্যতের
     আশা    ভরা   জঞ্জাল !!!