প্রতীক্ষা
           ***********


      আজ আমি বড়ই একা
                নিঃসঙ্গতা আমার সাথী,
      ভোরের আকাশ, পাখীর কূজন
                হাওয়ার মাতামাতি।


      আঁধার নিশায়, রাতের বুকে
                তারারা যখন জ্বলে,
     কাটে যে আমার গভীর রাত
                একটি  প্রদীপ জ্বেলে।


      পথটি চেয়ে রয়েছি বসে
                আসবে কবে তুমি,
      আমি তোমার ভরসা হবো
                আমার হবে যে  তুমি।


      প্রতীক্ষা আমার যাবেনা বৃথা
                হবেনা আশা মোর ক্ষীণ
      একটি বার দাঁড়াও দুয়ারে
                 চুকাও  তোমার  ঋণ!!!


    """""''''''''''''
                 শম্পা দত্ত