জীবন কেনো এমন
         ***************
    জীবন টা যেন কেমন আজ
                সবাই একা বাঁচতে চায়,
    শান্তি রক্ষার জন্য আজ
                সবাই একা থাকতে চায়।


    আন্তরিকতা শূন্য হৃদয়ে
                সবার একত্রে বসবাস,
    কর্তব্যের থাকবেনা কোন ত্রুটি
                এটুকু ই যে আশ্বাস।


    আগের কালে মানুষ শুধু
                মানুষের জন্য বাঁচতো,
    সকল রকম পরিবেশেও তাঁরা
                মনের আনন্দে ভাসতো।


    মানুষ আজ বড়ই যান্ত্রিক
                সব কিছু মেপে চলে,
    উশৃঙ্খলতার রাখেনা হিসাব
              মাপে না তা কোনো কালে।


    বিবেক শূন্য মানুষে আজ
                দুনিয়া যে গেছে ভরে,
    কোনটা আসল, কোনটা নকল
                বুঝি তা কেমন করে!!!


       ++++++++
                      শম্পা দত্ত