হে ঈশ্বর জানিনা তোমার
                কি যে অভিপ্রায়,
    সারা বিশ্বকে করেছ অশান্ত
                ঘরবন্দী অসহায়।


    চিন্ চিন্ করে বুকে ব্যাথা
                চীন থেকে আসা,
    নাক,মুখ বেঁধে রাস্তায় চলা
                চোখে বোবা ভাষা।


    আমরা সবাই অচ্ছুত যেন
                স্পর্শ বাঁচিয়ে চলা,
    খাদ্য বস্তু সব ধোপা বাড়ি দিয়ে
                তবে ঘরে তোলা।


    রাস্তা ঘাট প্রায় জনশূন্য
                গাড়ি ঘোড়া সব বন্ধ,
    জীবন সবার থমকে গেছে
                নাইকো তাতে সন্দ।


    অসহায় সব কৃষি, মজদুর
                করুন তাদের অবস্থা,
    অনাহারে মরছে যে তারা
                নেইকো বাঁচার রাস্তা।


    আর কতদিন চলবে এমন!
                সৃষ্টি যে তোমার গেলো,
    এখন ও কি রইবে ধ্যানে
                এবার তো চোখ খোলো!!!