সেই কবে থেকে আমি আলো দিতে চেষ্টা করি
সাধ আর সাধ্যে যেমন কুলায় তেমনই পারি।
তাই আমার ছোট্ট গৃহকোন দিব্যি হয়ে যায়
যখন যেমন তখন তেমন কান্না হাসির আলয়।
আজ বুঝি সে অতিথিশালা, কাল সে ছিল শিক্ষালয়,
পরশু ছিল আঁতুড়ঘর, ছাত্রনিবাস সন্ধ্যা হলে বিদ্যালয়।
ছিল শুয়োপোকা হোল গুটিপোকা, শেষে প্রজাপতি হয়;
প্রয়োজন ফু্রায়, উড়ে যায়, চায়ের ভাঁড় কেন ভেবে নেয়?
অনর্গল ওরা দুঃখ দিয়ে যায়, ছুতো নাতায় সম্পর্ক ফুরায় ।
তবুও হাল ছাড়িনি, দরকারে আজো জোনাকি হয়ে যাই।