আমার ও ইচ্ছা হয় তোমায় ছুঁয়ে দেখার
ঝাউয়ের ঝিরিঝিরিতে ফিসফিসিয়ে কিছু বলতে;
জ্যোৎস্না রাতে ধুয়ে যাওয়া নরম বালুতে,
পায়ের চিহ্ন রেখে রেখে পথ চলতে।
আমার নীল রঙের শাড়ি ফিকে হয়ে গেছে
ভেবেছি তোমার নীলে আবার রাঙিয়ে নেব।
আমার গোপনঘরে যত কান্না আছে
সব তোমায় দিয়ে হয়ে যাবো সর্বস্বান্ত।
তোমার আশ্চর্য উদার স্পর্শ নিয়ে
আরো দূরে ওই সুদূরে মিশে যাব নীলাকাশে।