স্বপ্নের মানে আমি বুঝতে পারিনি।
দেখি গভীর জলাশয়ে পদ্ম পাতায় এক সদ্যজাত কন্যা।
টাপুর টুপুর জলের পাতায় মুখ তার চাঁদপানা l
মা তার তীরে বসে হাপুস নয়নে কাঁদে।
পাঁচ কন্যার বাবা ত্যাজ্য করেছে তাকে ।
অঝোর বৃষ্টি ধারায় মা যে তার হয়েছে উধাও।
সেই কন্যা দেখি আমার কোলে হঠাৎ।
বৃষ্টি থেমে যেতেই কন্যা ওঠে কেঁদে।
করুণ মুখে বলছে যেন সে তাঁকে ঘরে ফিরিয়ে নিতে।
এ কেমন স্বপ্ন!