তুমি কি ভেবেছ?
সাতসকালে তোমার এই রুদ্ররূপ কেন?
তুমি কি চাও?
তোমার এই অপূর্ব সৃষ্টি অসহনীয় তাপ-দহনে
পৃথিবী নরকে পরিণত হোক?
যদিও জানি, তুমিই সে সৃষ্টি আর ধ্বংসের প্রতিরুপ।
আমাদের প্রার্থনা হে নটরাজ, তুমি শুনতে পাচ্ছনা?
শুনতেই হবে, মেঘ এনে দাও, বৃষ্টি এনে দাও;
বৃষ্টির অঝোরধারায় প্রাণীকুল তৃষ্ণা মেটাক।
আবার ফিরে পায় যেন তাঁর স্বাভাবিক ছন্দ।
মাটির সোঁদা গন্ধে মন ভরে উঠুক
পাখীরা গুঞ্জনে মুখরিত হোক পরিবেশ।
প্রাণ পেয়ে নদী ছুটে যাক প্রিয় মোহানায়।
তোমার সৌম্য দর্শনে
এই পৃথিবী যেন শান্ত হয়।