আমি কি আমাকে ঠিক চিনেছি
সবাইকে চেনাতে চিনতে গিয়ে ঠকে গেলাম।
খুব কি আশা করেছিলাম!
তাই কি এমন সাজা হোল?
ঘরের স্কয়ার ফিটে দিন রাত দৌড়ে গেলাম।
এঘর ওঘরের সৌজন্যেবোধে ঘাম ঝরেছে।
যাদের হাতে পায়ে বড় করতে চেয়েছি
ভেবেছিলাম ওরা হয়তো কিছু দাম দেবে।
        কিন্তু কোথায় কি?
দূরে দাঁড়িয়ে আমার যন্ত্রণায় কাতর হয়না।
জানি জড়েরা কিছু বলতে পারেনা ।
কিন্তু রক্ত মাংসের জীব যারা তারাও নির্লিপ্ত ।
       তাই ঠিক করেছি...
একা একাই আগুন ঘেঁটে
ঘাম বৃষ্টিতে ভিজে যাব।
সময়ের মতন একটু একটু করে ফুরিয়ে যাব ।
হয়তো একদিন পৌঁছে যাব কাঙ্খিত দ্বীপে ।