সেও আমার মা
দিনে দিনে যত্ন করে মানুষ করেছে
কিনে আনা চারার মতন আপন ভেবেছে
ফুল হয়ে ফুটতে পাশে থেকেছে
অসুখদিনে রাত্রি জেগে সঙ্গে থেকেছে।


সেও আমার মা
যিনি জীবনে মরনে রক্তে মিশে আছে
দোষ দিইনা তাকে
দুরের দেশে রেখে সে কেমন করে বাঁচে?
আমার চোখের জল চোখেই শুকিয়ে যেত
দিব্যি চলে যেত আপন ঠিকানাতে।


সেও আমার মা
যে নরম আঁচল দিয়ে তখন চোখ মুছিয়ে দিত;
হাজার দোষেও দোষ দেখত না সে মোটেই।
মনে প্রাণে মেনে নিয়েছি সেও আমার মা।


মায়ের আবার আপন পর হয় নাকি?
ভীষণ রকম গর্বে আমার বুকটা ভরে যায়।
দেবকী আমার মা যশোদাও আমার মা।
তবু ও কেন?  কি কারণে?
কারো কারোর কাছে, বিদ্রুপ ধ্বনি শুনি?