বাহ্ সুন্দর শব্দ।
অতি সুন্দর শব্দের গুণমান।
শব্দে যেন ছন্দ নেমে আসছে।
আশেপাশে বাঘেরা আজ স্তব্ধ হয়ে গেছে।
ভাবছে এখনই পাহাড়ের ঝরনা নামবে।
হয়তো গুরুগুরু রবে বাজ ও পড়বে।
হয়তো প্রবল বেগে নদী বাঁধ ভাঙবে।
ধেয়ে আসবে,এসেই প্রশ্ন করবে
এটা কিসের শব্দ শোনা যাচ্ছে
তখন তুমি কি বলবে?
তখন কি গর্বিত স্বরে তুমি বলবে
আমার প্রেয়সির নাসিকা গর্জন।