আমি আমাকে দেখি আমার আয়নায়
সাদা কালোয় ফিরে যাওয়া একটা জলছবি।
কোথায় আমার অন্তরমহল ?
তন্ন তন্ন করে খুঁজেও তাকে কোথাও পেলামনা।
সে যেন অশোককাননে নীরবে কেঁদে চলেছে
তাঁর অতি চেনামুখ কেমন অচেনা হয়ে যাচ্ছে
কিছু কিছু মুখ ক্রমশ ধুলায় ধূসর।
আবার কিছু কিছু মুখ থাবা উঁচিয়ে আছে ...
আমার অন্তরমহলে প্রতিদিন এমনি ভাঙন চলে;
এই ধ্বংসস্তুপের খবর আয়না কিন্তু জানেনা।
ও শুধু জানে বামকে ডান
আর ডানকে বাম কিভাবে করতে হয়।