যে পবনে পুস্প দোল খেয়ে যায়
ভিজে যায় যে জলে,
স্নানের সাঙ্গ ডাহুকীর সুর
হৃদ মাঝে বাজে ছলে।
যে গগনে চিল মেলে তার ডানা
যে দিগন্তের পাণে ধায়-
অসার দু'হাতে রোদ্দুর শুধু
গোধূলির সীমানায়।
যে সাগরে তরী ভেসে যায় দূরে
খুঁজে ফেরে মোহনায়,
বুকের কোঠরে ভ্রান্তি প্রদীপ
জ্বলে ওঠে আলেয়ায়।
যে জীবনে আলো রাত্রি সাজে
সাঙ্গ করে গো সুর-
তবু চক্ষু মেলিয়া দেখিল জীবন
লক্ষ্য এখনও দূর।