আমি খালি সদাই করি
তুমি শুধু রান্ধ,
বাড়ি আইতে দেরি হইলে
চিন্তা কইরা কান্দ।
আমি যখন চেইত্তা যাই
মুখ গুইজ্জা কান্দ-
আমার লগে থাকবা না
তাই গাট্টি-বস্তা বান্ধ।
ঘর থাইকা বারায় তুমি
ফিরা ফিরা চাও;
নদীর পাড়ে যাইয়া খুঁজো
কাজলডাঙ্গার নাও।
ছোট্ট একটা ডিঙ্গি বাঁধা
তার যে মাঝি আমি,
ক্যামনে ওগো ডাকবা মোরে
ভাইবা মর তুমি।
গামছাটারে ঘাড়ে লইয়া
বৈঠা লইয়া যাই
রাগ কইরা বলো মোরে
- মাঝি কত ভাড়া চাই?
প্রেম যমুনার মাঝি আমি
পিরিত কইরবার চাই,
পরাণ দিলে পরাণ পাইবা
আরতো চাওয়ার নাই।
ঘাড়ের গামছা লইয়া তুমি
চোখ মুইচ্ছা হাসো;
হাত ধইরা টাইনা লইয়া
ঘরে ফিরা আসো।
আমি একটা গরিব পোলা
জীবন আন্ধার কালো-
দুঃখ-কষ্ট সহ্য কইরাও
ক্যামনে বাসলা ভাল!